এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ প্রকাশ
এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২৩ প্রকাশ। ঢাকা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এইচএসসির খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুরের মধ্যে শিক্ষার্থীরা ফল পেয়ে যাবেন।বোর্ডগুলো এসএমএসের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করেছে।
গত, ১৪ ফেব্রুয়ারি থেকে ফল পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়। এসএমএসের মাধ্যমে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। প্রতিপত্রের খাতা পুনঃনিরীক্ষার জন্য ১৫০টাকা করে ফি দিতে হয়েছে শিক্ষার্থীদের। এর আগে ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো। ফলে সন্তুষ্ট হতে না পারা শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করেছিলেন।