এসএসসি, এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস সিলেবাসে হবে: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
করোনায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে রেমিডিয়াল ক্লাস এবং পুনর্বিন্যাসিত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। যারা এসএসসি, এইচএসসি পরীক্ষা দেবে, তাদের পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে।
রোববার (১৩ মার্চ) সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।
তিনি বলেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষাব্যবস্থা ও ইবতেদায়ি মাদরাসার জাতীয়করণের ব্যাপারে গবেষণা চালানো হচ্ছে।
এর আগে গতকাল শনিবার শিক্ষামন্ত্রী বলেছিলেন, করোনার সংক্রমণ কমে এসেছে এবং সার্বিক পরিস্থিতিও এখন স্বাভাবিক হয়েছে। বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে আমরা আগামী ১৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি। ওইদিন থেকে শ্রেণিকক্ষে পুরোদমে ক্লাস শুরু হবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সাংবাদিকদের বলেন, স্কুল-কলেজে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে শিগগিরই স্কুল-কলেজে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু হবে। SSC, HSC exams will be rescheduled in syllabus: Education Minister Dr. Deepu Mani