জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ(প্রাইভেট) প্রোগ্রামে অনলাইনে রেজিষ্ট্রেশন আবেদন
আজ ২০ মার্চ রাত ১২টায় শেষ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ(প্রাইভেট) প্রোগ্রামে অনলাইনে রেজিষ্ট্রেশন আবেদন। ২০১৯ সাল বা এর পূর্বে যারা এইচএসসি পাস করছেন, এখন গ্যাজুয়েশন করতে ইচ্ছুক, তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। কলেজে কাগজপত্র জমা দেওয়া যাবে ২১ মার্চ পর্যন্ত।
ডিগ্রি ১ম বর্ষ(প্রাইভেট) কোর্সের সকল কার্যক্রম ২০২০-২১ সেশন ডিগ্রি নিয়মিত কোর্সের সাথে হবে। একই সিলেবাস, একই প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে মোট ৯২টি সরকারি কলেজে ডিগ্রি (প্রাইভেট) কোর্সে এডমিশনের সুযোগ রয়েছে! এডমিশন ফি ১৪০০/- এর মধ্যে হবে। প্রাইভেট কোর্সে কোনো ক্লাস করতে হয় নাহ! তাই কলেজের কোনো বেতন নেই। শুধুমাত্র ইনকোর্স ও ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে ডিগ্রি কোর্স সম্পন্ন করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ১ম বর্ষ(প্রাইভেট) প্রোগ্রামে অনলাইনে রেজিষ্ট্রেশন আবেদন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে, রেজিষ্ট্রেশন ফিসহ কলেজে জমা দেওয়ার পর রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে! Apply for online registration in degree 1st year (private) program
ডিগ্রি প্রাইভেট কোর্সে আবেদন করার যোগ্যতা ২০২২
বাংলাদেশে স্বীকৃত যেকোনো শিক্ষাবোর্ড বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সাল বা তৎপূর্বে HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২২ সালের ডিগ্রি প্রাইভেট কোর্সের বিএ /বিএসএস / বিবিএস কোর্সে আবেদন করতে পারবে।
তবে কারিগরি শিক্ষা বাের্ড থেকে HSC বা সমমান কোর্সসমূহ থেকে শুধুমাত্র HSC (ভােকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স এবং HSC (বিজনেস্ ম্যানেজমেন্ট) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা উপরিউক্ত শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে।
Pingback: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফলাফল ২০২২ - Web study BD