অনার্স ১ম বর্ষ পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি 2023 প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আগামী ০২/০৫/২০২৩ তারিখ হতে ১৮/০৫/২০২৩ পর্যন্ত online এ আবেদন করে সোনালী ব্যাংকের Online সেবার মাধ্যমে টাকা জমা দেয়া যাবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং কোন টাকা জমা দেয়া যাবে না।
উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্র ৮০০/- (আটশত) টাকা।
বিঃদ্রঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে। ব্যাংক ফি জমা দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আবেদনটি বিশ্ববিদ্যালয়ে জমা হবে। ব্যাংকে টাকা জমার স্লিপ ও কোনো কাগজপত্র কলেজে জমা বা প্রেরনের প্রয়োজন নেই।
অনার্স ১ম বর্ষ পরীক্ষার পুনঃনিরীক্ষণের আবেদন (২০২০-২০২১) সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ।
পরামর্শঃ
পুনঃনিরীক্ষনের আবেদন না করে পরের সেশনের সাথে ফরমপূরণ করে পরীক্ষা দেওয়া উত্তম।
পুনঃনিরীক্ষণ আবেদনে ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভবনা ১%