বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। সোমবার এ ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৭১ শতাংশ।
বাউবির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মেজবাহ উদ্দিন তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাউবির এইচএসসি-২০২১ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থী সংখ্যা ছিলো ১ লাখ ৩৬ হাজার ৮৮৪ জন । এ পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে ১ লাখ ৬ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ৪২ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯ হাজার ৯৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
শিক্ষার্থীদের মধ্যে ২৫২ জন এ প্লাস, ৬ হাজার ৬৮৯ জন এ, ১১ হাজার ৯৩৫ জন এ মাইনাস, ৭ হাজার ৯৫২ জন বি, ২ হাজার ৯১০ জন সি এবং ২২২ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ২১৮ জন ছাত্র এবং ১২ হাজার ৭৪২ জন ছাত্রী।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ প্রকাশ
বিস্তারিত ফলাফল (www.bou.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ১ম ও ২য় বর্ষের পরীক্ষার ফলাফল সোমবার (২৮-০৩-২০২২) বিকেল ৪টায় প্রকাশিত হয়েছে।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) রাত ৮টা থেকে পাওয়া যাবে। ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ১ মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এই সময়ের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান।