একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে যা যা লাগবে

একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে যা যা লাগবে নিম্নে দেয়া হলো।
এসএসসি রোল ও রেজিষ্ট্রেশন নং, পাশের সন।

শিক্ষার্থীর ১টি সচল মোবাইল নং।( নিজের বা অভিভাবকের মোবাইল নং দিতে পারবেন)
অভিভাবকের NID নম্বর! না দিলেও সমস্যা নেই।

মোবাইল নং টি অবশ্যই সচল থাকতে হবে,পরবর্তী ভর্তির সকল কার্যক্রম এই নম্বর দিয়ে করতে হবে।

একাদশ শ্রেণির ভর্তির জন্য শুরুতে অবশ্যই ১৫০/- টাকা ফি বিকাশ/নগদ এ্যাপ দিয়ে পেমেন্ট করতে হবে। এরপর www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে এ প্রবেশ করে “Apply Now” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবেন।
শেষ সময়সীমাঃ ১৫ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত।