একাদশ শ্রেণির ভর্তির ফি প্রদান পদ্ধতি ২০২৩

একাদশ শ্রেণির ভর্তির ফি প্রদান পদ্ধতি ২০২৩। একাদশ শ্রেণির ভর্তির জন্য শুরুতে অবশ্যই ১৫০/- টাকা ফি বিকাশ/নগদ এ্যাপ দিয়ে পেমেন্ট করতে হবে। এরপর উক্ত ওয়েবসাইটে(http://xiclassadmission.gov.bd/) এ প্রবেশ করে “Apply Now” বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবেন।

বিকাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ
ধাপ-১: প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে “এডুকেশন ফি” সিলেক্ট করুন ।
ধাপ-২: এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করুন
ধাপ-৩: তারপর বাের্ডের নাম, পাশের সন সিলেক্ট করে রােল নাম্বার এবং মােবাইল নাম্বার ।
ধাপ-৪: ১৫০/- ফি-এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন ।
ধাপ-৫: এবার আপনার বিকাশ একাউন্টের পিন কোড নাম্বার দিন ।
ধাপ-৬: সবশেষে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে ।
ধাপ-৭: আপনার মােবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের ডিজিটাল রিসিট।

একাদশ শ্রেণির ভর্তির ফি প্রদান পদ্ধতি ২০২৩


আবেদন করা শেষ সময়সীমাঃ ১৫ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত। ৫-১০ টি কলেজে আবেদন করতে হবে।