ডিগ্রি ভর্তির মাইগ্রেশন ও কোটায় মেধা তালিকা ২০২২ প্রকাশ

ডিগ্রি ভর্তির মাইগ্রেশন ও কোটায় মেধা তালিকা ২০২২ প্রকাশ। ডিগ্রি ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন এবং কোটায় মেধা তালিকা আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।

ফলাফল জানা যাবে মেসেজ পাঠিয়ে বা অনলাইন http://app1.nu.edu.bd/ ওয়েবসাইটে লগইন করে।

যাদের ১ম ও ২য় মেধা তালিকায় চান্স হয়নি, তারা রিলিজ স্লিপে নতুন করে ৫টি কলেজে আবেদন করতে পারবেন। জানুয়ারির ১ম সপ্তাহে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে।