মাস্টার্স (প্রাইভেট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমের অনলাইনে রেজিষ্ট্রেশন করা যাবে ১৩/১২/২০২২ইং তারিখ বিকাল ৪ টা থেকে ২৮/১২/২০২২ইং রাত ১২টা পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে ফিসহ আগামী ২৯/১২/২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
মাস্টার্স (প্রাইভেট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত চার বছর মেয়াদী অনার্স/ প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত/ প্রাইভেট) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ
অনার্স/প্রিলিমিনারী টু মাস্টার্স পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর।
এক কপি পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নং।
দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের উক্ত আবেদন ফরম পূরণ করে, রেজিষ্ট্রেশন ফিসহ কলেজে জমা দেওয়ার পর রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে! সরকারি কলেজে ভর্তি ফি ১৫০০ এর মধ্যে।
১টি কলেজে একটি বিষয়ে সর্বোচ্চ ১০০০ জন প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনে আগে যে আবেদন করবে সিট তার বলে বিবেচিত হবে। কলেজ নোটিশ অনুসরণ করে ভর্তি সম্পন্ন করবেন।

আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://app5.nu.edu.bd/msapply/privateMSApplicationForm

মনে রাখবেন, ১টি কলেজে একটি বিষয়ে সর্বোচ্চ ১০০০ জন প্রার্থী আবেদন করতে পারবে। অনলাইনে আগে যে আবেদন করবে সিট সংখ্যা ১ টি করে কমতে থাকবে! অনলাইন ১০০০ টি আবেদন পূরণ হওয়ার পর নতুন করে কেউ আবেদন করতে পারবেন নাহ। তাই অতি সত্ত্বর আবেদন করে ফেলার পরামর্শ দেয়া যাচ্ছে।